
প্রকাশিত: Wed, Dec 14, 2022 2:49 PM আপডেট: Wed, Apr 30, 2025 4:34 AM
বিশ্বব্যাপী জীববৈচিত্র্য রক্ষায় ১০ উদ্যোগকে স্বীকৃতি দিলো জাতিসংঘ
মোশাররফ হোসাইন ও শাখাওয়াত মুকুল, কানাডা থেকে: বিশ্বব্যাপী জীববৈচিত্র্য রক্ষায় ১০ প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে উদ্ভাবনী ফ্ল্যাগশিপ স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ। এই ১০টি স্বীকৃতি ধ্বংস হওয়া জলবায়ু বা পরিবেশকে পুনরুদ্ধার করতে সহায়তা করবে বলে ধারণা করছে জাতিসংঘ। স্বীকৃতপ্রাপ্ত প্রতিষ্ঠান বা সরকার জাতিসংঘ-সমর্থিত প্রচার, পরামর্শ বা তহবিল পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হয়েছে।
কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত জাতিসংঘের জীববৈচিত্র্য সম্মেলনে মঙ্গলবার এই স্বীকৃতি দেওয়া হয়।
ফ্ল্যাগশিপ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অভিনেতা জেসন মোমোয়া এবং এডওয়ার্ড নর্টন, ডক্টর জেন গুডাল, পর্বতারোহী নির্মল পুরজা, গায়ক এলি গোল্ডিং, ইউকে ব্যান্ড ব্যাস্টিল, চীনা সেলিব্রিটি লিলি ভার্চুয়ালি অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, ইউএনইপির নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসেন, এফএওর ডেপুটি ডিরেক্টর-জেনারেল মারিয়া হেলেনা সেমেডো এবং ব্রিটিশ অর্থনীতিবিদ স্যার পার্থ দাশগুপ্ত সশীররে প্রমুখ। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন ভারতীয় ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার এবং বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা মালাইকা ওয়াজ।
অনুষ্ঠানে ইউএনইপির নির্বাহী পরিচালক ইনগার অ্যান্ডারসেন বলেন, প্রকৃতির সাথে আমাদের সম্পর্ককে পরিবর্তন করা হল জলবায়ু পরিবর্তন, প্রকৃতি এবং জীববৈচিত্র্যের ক্ষতি, এবং দূষণ এবং বর্জ্যের অপসারণ ঠিকভাবে না হয়। এই ১০টি পুরস্কার বিশ্বে জলবায়ু ও পরিবেশ পুনরুদ্ধার ফ্ল্যাগশিপগুলি দেখায় যে, রাজনৈতিক ইচ্ছা, বিজ্ঞান এবং সহযোগিতার মাধ্যমে আমরা জাতিসংঘের বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যগুলি অর্জন করতে পারি। এর মাধ্যমে আমরা টেকসই ভবিষ্যত গড়তে পারি।
এফএও এর মহাপরিচালক কু ডংগু বলেছেন , এইএনইপি এর সঙ্গে এফএও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের উপর ইউএন নেতৃত্ব দিচ্ছে। ১০টি উচ্চাকাক্সক্ষী, দূরদর্শী এবং প্রতিশ্রæতিশীল ইকোসিস্টেম পুনরুদ্ধার উদ্যোগকে ২০২২ ওয়ার্ল্ড রিস্টোরেশন ফ্ল্যাগশিপ হিসাবে পুরস্কৃত করতে পেরে আনন্দিত। এই ফ্ল্যাগশিপগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে, আমরা আমাদের বাস্তুতন্ত্রগুলিকে আরও পুনরুদ্ধার করা শিখতে পারি।
পুরস্কারপ্রাপ্ত উদ্ভাবনী ফ্ল্যাগশিপগুলি হল: ত্রিপক্ষীয় আটলান্টিক বন চুক্তি, আবুধাবি মেরিন পুনরুদ্ধার, গ্রেট গ্রীন ওয়াল, গঙ্গা নদীর পুনর্জীবন, মাল্টি-কান্ট্রি মাউন্টেন ইনিশিয়েটিভ, ছোট দ্বীপ রাষ্ট্র পুনরুদ্ধার ড্রাইভ, আলটিন ডালা সংরক্ষণ উদ্যোগ, সেন্ট্রাল আমেরিকান ড্রাই করিডোর, ইন্দোনেশিয়ায় প্রকৃতির সাথে বিল্ডিং এবং চীনে শান-শুই উদ্যোগ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী
[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত
[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত
[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র
[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
[১]রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসসহ নৈরাজ্যকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান: ইকবাল সোবহান চৌধুরী

[১]সরকার ধৈর্য্য ধরলেও সন্ত্রাসীরা দেশের অনেক জায়গায় তাণ্ডব চালিয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

[১]রাজধানীর মোড়ে মোড়ে আওয়ামী লীগের জমায়েত

[১]আন্দোলনকারীরা লাঠিসোঁটা নিয়ে এনায়েতপুর থানায় হামলা চালায় [২]সারাদেশে পুলিশের অনেক স্থাপনা আক্রান্ত

[১]সুশাসন নিশ্চিতে রাষ্ট্রকাঠামো ঢেলে সাজানোসহ ১১ দফা দাবি টিআইবি’র

[১]ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট
